বগুড়ায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার আক্কেলপুর সড়কের পাকরাইল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রোখসানা খাতুন (২৫) ও তার মেয়ে রাহিমা খাতুন (৩)। রোখসানা খাতুন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আবু বক্করের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।
তিনি প্রত্যক্ষদর্শী এবং নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, দুপুরে রোখসানা খাতুন বেড়াগ্রাম তার বাবার বাড়ি থেকে অটোভ্যানে স্বামীর বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাকরাইল নামক স্থানে পৌঁছালে একই দিক থেকে আসা একটি মিনি ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় মা ও মেয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই রাহিমা মারা যায়। পরে এলাকাবাসী রোখসানাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রোখসানার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকচালক ও সহকারী ট্রাক রেখে পালিয়ে যায়। এ সময় বিক্ষুদ্ধ জনতা ট্রাকে আগুন লাগিয়ে দেয়।
(ঢাকা টাইমস/১২মার্চ/এসএ)

মন্তব্য করুন