সুন্দরবনে ২৫ কেজি হরিণের মাংসসহ ৫ শিকারি আটক

সুন্দরবনের শিবসা নদীতে ২৫ কেজি হরিণের মাংসসহ পাঁচজন শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার বিকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— মো. ইমরান গাজী (২৪), আবদুর রহিম (৪৩), রোকন উজ জামান (৩৫), আবু মুসা (৩৬) এবং মো. মামুন (৩৫)।
বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল চারটায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান সুন্দরবনের মরা লক্ষী খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি কাঠের বোট তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের ৮০টি ফাঁদসহ পাঁচজন শিকারীকে আটক করা হয়।
সিয়াম-উল-হক আরও বলেন, জব্দকৃত হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও কাঠের ডিঙ্গি নৌকাসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/১৩মার্চ/এজে)

মন্তব্য করুন