যশোরে বিদ্যুতায়িত হয়ে গণপূর্তের অফিস সহকারী নিহত 

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৫, ১৫:৩৫
অ- অ+

যশোরের বাঘারপাড়ায় বিদ্যুতায়িত হয়ে কামাল হোসেন (৪৭) নামে এক গণপূর্তের অফিস সহকারী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন উপজেলার রায়পুর কয়ালখালী গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও যশোর গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অফিসের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের মামা আজিজুর রহমান জানান, শুক্রবার সকালে বাড়িতে

পানি উঠানোর জন্য মোটরের সুইচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবাইদা সকাল সোয়া ১১টার দিকে মৃত্যু ঘোষণা করেন।

তিনি বলেন, পরীক্ষা করে দেখা গেছে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। স্বজনদের হিস্ট্রি অনুযায়ী বিদ্যুতায়িত হয়ে তিনি মারা গেছেন। ময়নাতদন্ত রিপোর্টের পর তার মৃত্যুর কারণ সঠিক নির্ণয় করা যাবে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ঘটনা আমি শুনেছি, ওখান থেকে আমার কাছে মেসেজ এসেছে। আমি রায়পুর আইসিকে তদন্ত করে দেখার জন্য মেসেজ পাঠিয়েছি।

(ঢাকা টাইমস/১৪মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে হবে, প্রবেশ করা যাবে না বাসায়, থাকছে যেসব নিষেধাজ্ঞা
২২ বছর পর ৫ মে স্কাইপ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা