চাঁদপুরে মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৫, ১২:১১
অ- অ+

চাঁদপুরের মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ মো. শাহিন (৩২) নামে কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার বেলতলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং উত্তর মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভূক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার বেলতলি এলাকা থেকে তালিকাভূক্ত মাদক কারবারি মো. শাহিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা, ২টি গাঁজার ফিল্টার, ২টি সীম কার্ড, ২টি গাঁজা মাপার মেশিন, দুটি ছুরি, দুটি কাটার এবং নগদ ১৩ হাজার ৩৯০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

(ঢাকা টাইমস/২১মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
মনোহরদীতে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সিলিং ফ্যান, নলকূপ ও খাদ্যসামগ্রী বিতরণ
নির্বাচন নিয়ে কোনো তালবাহানা জনগণ মানবে না: টুকু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা