নাইক্ষ্যংছড়িতে গৃহবধূকে নৃশংসভাবে হত্যা 

বান্দরবান প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, ০৯:৫৩
অ- অ+

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক গৃহবধূকে গলা, হাত ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম রাঙাঝিড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত গৃহবধূর নাম তৈয়বা বেগম (৪২)। তিনি ওই এলাকার রাবার বাগানের শ্রমিক সিরাজুল ইসলামের স্ত্রী।

হাত ও পায়ের রগ কেটে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে তৈয়বা বেগম বেশ কিছু গরু চড়াতে রাঙাঝিরি এলাকায় যায়। দিনশেষে ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা খোঁজ নিতে গিয়ে ওই এলাকায় গলা, হাত ও পায়ের রগ কাটা অবস্থায় লাশ দেখতে পায়। তারা পুলিশকে খবর দিলে কাগজি খোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা রাতে লাশ উদ্ধার করতে সেখানে যায়।

এ বিষয়ে পুলিশ সুপার মো. শহীদুল্লাহ জানান, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা পুলিশ তদন্ত করছে পুলিশ।

(ঢাকাটাইমস/২২মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা