সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে পরীক্ষার্থীর মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৫, ১৯:২৩
অ- অ+

নীলফামারীর সৈয়দপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চমক রায় শুভ (১৬) নামে এক এসএসসি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর ১টার দিকে উপজেলার কয়া মিস্ত্রিপাড়া বাইপাস সড়কের কাছে এ ঘটনা ঘটে।

মৃত চমক রায় সৈয়দপুর শহরের গোলাহাট হিন্দুপাড়ার কৃষ্ণ রায়ের ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এ বছরের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে চমক রায় মাছ ধরার জন্য পুকুর পাড় দিয়ে বাইসাইকেল ঘাড়ে করে যাচ্ছিল। এ সময় ওপরে ঝুলে থাকা সেচ প্রকল্পে বৈদ্যুতিক তারের সাথে বাইসাইকেলের হ্যান্ডেল জড়িয়ে পড়ে। তার ছিড়ে তার গায়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে সে। সঙ্গে থাকা তার চাচাতো ভাই ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা