কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৫, ১৯:২১
অ- অ+

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারের পৌর মিলনায়তনে বিএনপির সাংগঠনিক সভাকে কেন্দ্র করে কামরুল হুদা গ্রুপ ও ডা. নোবেল-হিরণ মোল্লা গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা গ্রুপের হামলায় জেলা বিএনপির সদস্য হিরণ মোল্লা ও ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল গ্রুপের অন্তত ১৫ নেতাকর্মী আহত হন।

পুলিশ জানায়, সংঘর্ষের ফলে বেশ কিছু সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

এদিকে, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির কিছু নেতা অভিযোগ করেছেন যে, জেলা নেতৃবৃন্দ তাদের সংঘর্ষের ঘটনা সম্পর্কে কোনো ভূমিকা রাখেননি।

আহতদের মধ্যে রয়েছে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জোবায়ের, চিওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মুন্সীরহাট ইউনিয়ন যুবদলের কর্মী সবুজ, শ্রীপুর ইউনিয়নের সাইফুলসহ আরও অনেক নেতাকর্মী।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল বলেন, ‘আমরা হামলার শিকার হয়েছি। হামলা করার সময় তারা হকিস্টিক, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করেছে।’

এদিকে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান মোল্লা হিরণ বলেন, ‘আমাকে লাঞ্চিত করে এবং নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়। আমরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না পেরে আবুল খায়ের মার্কেটের সামনে অবস্থান করি, সেখানে আবার হামলা হয়।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন বলেন, ‘সাংগঠনিক সভায় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির বিষয় শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি।’

(ঢাকা টাইমস/২৪মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার যানজটের অপ্রতিরোধ্য প্রভাব-যন্ত্রণা এবং তার সমাধান
মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ: তারেক রহমান
রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি: মির্জা ফখরুল 
মেঘনায় কাঙ্খিত ইলিশ না পেলেও ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা