ভৈরবে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ৩ নম্বর শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রিপন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাত ৩টায় শিমুলকান্দি এলাকার নিজ বাড়ি থেকে তাকে প্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান রিপন শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি গ্রামের ভূঁইয়াবাড়ির মৃত রমিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে উত্তেজিত কয়েকশ জনতা ওই দিন বিকাল পৌনে ৫টার দিকে ভৈরব থানার মূল ফটকের সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করে। এসময় উত্তেজিত জনতা থানার মূল ফটকের সামনে অগ্নিসংযোগ করে। একপর্যায়ে থানার প্রধান গেট ভাঙচুর করা হয়। পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে থানার ভেতরে প্রবেশ করে থানা ভাঙচুরসহ আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় অজ্ঞাত ১৫ হাজার লোককে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়। সে মামলায় অভিযুক্ত আসামি দেখিয়ে ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান রিপন ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি জানান, শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান রিপন ভূঁইয়াকে ভৈরব থানা ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
(ঢাকা টাইমস/২৭মার্চ/এসএ)

মন্তব্য করুন