পিরোজপুরে অতিরিক্ত ভাড়া আদায় ও দ্রুতগতির অভিযোগে জরিমানা

পিরোজপুরে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও দ্রুতগতিতে গাড়ি চালানোর অভিযোগে কয়েকটি যাত্রীবাহী পরিবহনের বিরুদ্ধে জরিমানা এবং মামলা করা হয়েছে ।
শনিবার (৫ এপ্রিল) বিকাল তিনটার দিকে পিরোজপুর শহরের সিও অফিস ও পুরাতন বাসস্ট্যান্ড সড়কসহ কয়েকটি সড়কে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও বিআরটিএর সমন্বয়ে এ অভিযানে দুটি পরিবহনকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ৮টি পরিবহনের বিরুদ্ধে মামলা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার, বিআরটিএর সহকারী পরিচালক মাহফুজুর রহমান, মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার বলেন, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ভিজিলেন্স টিমের আয়োজনে এ অভিযান পরিচালনা করা হয়। যাত্রীদের সুবিধার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/৫এপ্রিল/মোআ)

মন্তব্য করুন