জবির ‘বি’ ইউনিটে বিষয় নির্বাচনের আবেদন শুরু ৮ এপ্রিল

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৫, ১৬:২৩
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে বিষয় নির্বাচনের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (৬ এপ্রিল) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ৮ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বিষয় নির্বাচনের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে জবির অফিসিয়াল ওয়েবসাইট (www.admission.jnu.ac.bd)-এ লগইন করে প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী আবেদন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আসন বণ্টন শিফটভিত্তিক, বিভাগওয়ারি এবং উচ্চ মাধ্যমিক শাখা অনুযায়ী নির্ধারিত হয়েছে। প্রতিটি বিভাগের জন্য নির্ধারিত আসনসংখ্যা বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করে নির্দেশনাগুলো অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

(ঢাকা টাইমস/০৬এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা