রাজশাহীতে আটতলার ছাদ থেকে পড়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী নারীর মৃত্যু

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৫, ১৯:৫৮
অ- অ+

রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা ঘোষপাড়া এলাকায় আটতলা ভবনের ছাদ থেকে পড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম ফারিহা নাজনিন রিস্তা (৩০)

আজ রোববার ( এপ্রিল) দুপুর দুইটার দিকে এই ঘটনা ঘটে। ফারিহা নাজনিন রিস্তা দেশে ফিরে কাজলা ঘোষপাড়া এলাকায় বসবাস করছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রিস্তা বুয়েট থেকে স্নাতক করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং মাস্টার্স সম্পন্নের পর সেখানেই চাকরি করতেন। তিনি যুক্তরাষ্ট্রে স্বামী মো. মাহি তালুকদারের সঙ্গে বসবাস করতেন। প্রায় আট মাস আগে রিস্তা মাকে নিয়ে দেশে আসেন এবং স্থানীয় একটি সাততলা ভবনে বসবাস করছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রিস্তা মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। তিনি ভবনের ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক জানান, নিহত রিস্তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায় যে, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই আইনানুগ প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা