ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও তিনজন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের কালিগঞ্জ-জীবননগর মহাসড়কের কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের প্রধান সড়কের ওপর দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়, এসময় একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দুই যুবক মারা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও একজন।
নিহতরা হলেন- কৃষ্ণচন্দ্রপুর গ্রামের শ্রী মোংলা বাবু রায় এর ছেলে বিধান (১৫) ও শ্রী বাদল বাবু রায় এর ছেলে রাজা বাবু (১৩)। এছাড়া উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে লিমন (১৮) যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আহতরা হলেন- কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডের চা দোকানদার আলী হোসেনের ছেলে মেজো খোকা, আলামপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে সিয়াম (১৫), আলামপুর কুলবাগান পাড়ার আনোয়ারের ছেলে হুসাইন (১৫)। তারা যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মেজো খোকার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, দুই মোটরসাইকেলে মোট ৬ জন ছিল। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে কোঁটচাদপুর ও পরে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যুবকদের মোটরসাইকেলের প্রচন্ড গতি ছিল। দুর্ঘটনার পরপরই একটি ট্রাক তাদের পিষ্ট করলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও চার যুবক গুরুতর আহত হন। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।(ঢাকাটাইমস/০৮এপ্রিল/এসএস/এমআর)

মন্তব্য করুন