দাগনভূঞায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফেনীর দাগনভূঞায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতদের একজন সিএনজি অটোরিক্সা চালক ও অপরজন যাত্রী।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার শরীফপুর নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত একজন সিএনজি চালক উপজেলার দক্ষিণ চাঁনপুর গ্রামের সেলিমের ছেলে নজরুল ইসলাম (৩০) ও অপরজন দুধমুখা এলাকার সফিকের ছেলে রাজিব (৩০)।
এ বিষয়ে দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান জানান, গুরুতর আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আছির ইনতেসার জারিন তাদের মৃত ঘোষণা করে।
(ঢাকাটাইমস/১০এপ্রিল/এমআর)

মন্তব্য করুন