ফরিদপুরে গাছের সঙ্গে তরমুজ বোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ২

ফরিদপুরের মধুখালীতে গাছের সঙ্গে তরমুজ বোঝাই একটি ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ঘোপঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— যশোরের কেশবপুর থানার হাবাসপুর গ্রামের সাহেব আলীর ছেলে ট্রাকচালক মো. ইদ্রিস ও হেলপার মধ্যপুল গ্রামের মশিয়ার খানের ছেলে ফয়সাল খান।
করিমপুর হাইওয়ে থানার টিএসআই মো. আনোয়ার হোসেন জানান, খুলনা থেকে ঢাকাগামী তরমুজ বোঝাই একটি ট্রাক মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায় পৌঁছালে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের পর ট্রাকটি গাছের সঙ্গে আটকে যায় এবং চালক ও হেলপার দুজনেই গাড়ির ভেতর আটকে পড়েন।
তিনি আরও জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে মধুখালী ও মাগুরা জেলার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘণ্টার চেষ্টায় আটকে পড়া চালক ও হেলপারকে উদ্ধার করে। ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। আহত চালককে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়।
আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
(ঢাকাটাইমস/১৫মার্চ/এলএম/এসএ)

মন্তব্য করুন