সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৫, ১২:০৮| আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১২:১২

সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে।
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
এ সময় উভয় কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।
তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।
(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এলএম/এফএ)

মন্তব্য করুন