২৮ জুনই জাপার সম্মেলনের পাল্টা ঘোষণা আনিস-হাওলাদারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৫, ২০:৩৫
অ- অ+

আগামী ২৮ জুন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় সম্মেলনের আয়োজনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আরেক কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তারা এই ঘোষণা দেন। যৌথ বিবৃতিতে জাপার এই দুই প্রভাবশালী নেতা আরো বলেন, আমরা জানতে পেরেছি, জাতীয় পার্টির চেয়ারম্যান প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে কোনো পূর্ব আলোচনা ছাড়াই আগামী ২৮ জুন নির্ধারিত দশম জাতীয় সম্মেলন স্থগিত করেছেন। এ সিদ্ধান্ত আমাদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অনভিপ্রেত। আমরা মনে করি, ২৮ জুনের জাতীয় সম্মেলন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—দলীয় গঠনতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং নির্বাচন কমিশনের গঠনতন্ত্র অনুযায়ী বৈধতা নিশ্চিত করতে এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম। এই সম্মেলনের মাধ্যমে চেয়ারম্যান, মহাসচিবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে গণতান্ত্রিকভাবে প্রার্থী হওয়ার সুযোগ নিশ্চিত করা দলীয় গণতন্ত্রের অধিকারভুক্ত অংশ।

বিবৃতিতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলার বলেন, ২০ মে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, কোনো কারণে সুবিধাজনক সম্মেলনস্থল না পাওয়া গেলে বিকল্পভাবে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের উন্মুক্ত স্থানে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সিদ্ধান্ত এখনো বহাল আছে।

(ঢাকা টাইমস/১৭জুন/জেবি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘পবিত্র পানি’ ছিটিয়ে শারীরিক স্পর্শ, ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ
কোস্টগার্ডের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
এসএসসি পরীক্ষায়: শতভাগ ফেল করা সেই স্কুলে এবার সবাই পাস
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার চায় অ্যামনেস্টি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা