যশোরে আগুনে পুড়ল ৫০ হাজার মুরগি, ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৫, ২০:৪৪
অ- অ+

যশোর সদর উপজেলার ঘোড়াগাছায় অবস্থিত আফিল লেয়ার ফার্ম লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫০ হাজার লেয়ার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রতিষ্ঠানটির ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।

শুক্রবার (১৮ এপ্রিল) বেলা দুইটার দিকে ফার্মটির একটি শেডে এ অগ্নিকাণ্ড ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

আগুন লাগার খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশীদের নেতৃত্বে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিকেল তিনটায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং ৪টা ২৫ মিনিটে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলে।

প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান রাব্বি বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আমরা সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু প্রচণ্ড বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শেডের সিলিংয়ের মাধ্যমেই আগুন ভয়াবহ রূপ নেয়।

ফার্মের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক আসাদুল হক বলেন, আমাদের শেডগুলো অত্যাধুনিক। এই শেডে মোট ৬টি ইউনিটে ৪০০ ফুট লম্বা ১৬টি খাঁচা ছিল। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে একটি ইউনিটও রক্ষা করা যায়নি। এতে প্রায় ৫০ হাজার মুরগি পুড়ে মারা গেছে এবং আমাদের ২০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

আসাদুল হক আরও বলেন, ঘটনাস্থলে কর্মরত স্টাফরা প্রাথমিকভাবে চেষ্টা করলেও আগুন নেভানো সম্ভব হয়নি। তবে কোনো প্রাণহানি ঘটেনি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত না হলেও, প্রাথমিকভাবে ইলেকট্রিক শর্ট সার্কিটকেই দায়ী করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে যশোরের তিনটি ও মণিরামপুরের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। একটি শেড পুড়ে গেলেও বাকিগুলো অক্ষত রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলতে পারেননি তিনি।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা