চুয়াডাঙ্গায় বাড়িতে ডুকে স্কুল শিক্ষিকাকে মারধর করে সোনার চেইন লুট

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৫, ১১:০৩
অ- অ+

চুয়াডাঙ্গা সদরের মোমিনপুরে বাড়িতে ডুকে তসলিমা খানম (৫৯) নামে এক স্কুল শিক্ষিকাকে মারধর করে তা গলার সোনার চেইন লুটে নিয়েছে এক দুর্বৃত্ত। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোমিনপুরে শিক্ষিকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একটি গামছা ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগী তসলিমা খানম নীলমনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তিনি মোমিনপুর গ্রামের মৃত আশির উদ্দিনের স্ত্রী।

ভুক্তভোগীর ছেলে তাসলিম আলম বলেন, আমার মা বাড়িতে একা ছিলেন। সন্ধার পর দরজা খোলা রেখে স্কুলের কাজ করছিলেন। এ সময় প্রাচীর টপকে মুখে গামছা বাধা অবস্থায় একজন দুষ্কৃতিকারী ঘরের মধ্যে ডুকে আমার মাকে জিম্মি করে ফেলে৷ এরপর মাকে মারধর করে গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়।

ঘটনার সময় মায়ের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় পাশের বাগান থেকে একটি গামছা ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। আমরা ধারণা করছি, এগুলো ওই ছিনতাইকারীর হবে। রাতেই পুলিশকে জানানো হয়েছে, তারা আলামতগুলো জব্দ করে নিয়ে গেছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হোসেন আলী বলেন, ‘রাতেই ঘটনাস্থলে যাই। বাড়িতে ওই শিক্ষিকা একা থাকতেন। সন্ধার পর বারান্দার গেইট খোলা রেখে অফিসিয়াল কাজ করছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্ত এসে তার গলার স্বর্ণের চেইন নিয়েছে বলে জেনেছি।’

পুলিশ কর্মকর্তা হোসেন আলী বলেন, ‘ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত কেউ হতে পারে। একটি গামছা ও স্যান্ডেল জব্দ করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ, হচ্ছে আলোচনা-সমালোচনা
উত্তরায় প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন ঘর পেল চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা