দায়িত্ব নিলেন ডিএমপির নতুন কমিশনার সাজ্জাত আলী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৪, ১২:৩০| আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১২:৪৩
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার ডিএমপি সদরদপ্তরে বিদায়ী কমিশনার মো. মাইনুল হাসানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

শেখ মো. সাজ্জাত আলী ডিএমপির ৩৭তম কমিশনার হলেন। আর বিদায়ী কমিশনার মাইনুল হাসানকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।

এর আগে বুধবার এক প্রজ্ঞাপনে প্রাক্তন পুলিশ কর্মকর্তা সাজ্জাত আলীকে চুক্তিভিত্তিক দুই বছরের জন্য ডিএমপি কমিশনার করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তার আগে গত সোমবার এক প্রজ্ঞাপনে সাজ্জাত আলীর চাকরি পুনর্বহাল করা হয়।

আরও পড়ুন:- দায়িত্ব বুঝে নিলেন নতুন আইজিপি বাহারুল আলম

সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারে ১৯৮৪ সালে পুলিশে কর্মজীবন শুরু করেন। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ছিলেন। তাছাড়া সাজ্জাত আলী লক্ষ্মীপুরের পুলিশ সুপার ছিলেন।

চাকরি জীবনে সাজ্জাত আলী চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। এছাড়া হাইওয়ে পুলিশ গঠন হলে সেখানেও ডিআইজির দায়িত্ব পান।

পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদরদপ্তরে কর্মরত ছিলেন সাজ্জাত আলী। মেধাবী, কর্মঠ ও সৎ পুলিশ অফিসার হিসেবে বাহিনীতে সুনাম আছে তার। পুলিশের এই কর্মকর্তার বাড়ি ঝিনাইদহের শৈলকূপায়।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এসএস/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা