আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের সামনে ইউরোপ প্রবাসীদের বিক্ষোভ
নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের সামনে ইউরোপ প্রবাসীদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সোমবার দুপুরে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের প্রেসিডেন্ট বরাবর অভিযোগ পত্র দাখিল করা হয়। আদালতের একজন কর্মকর্তা অভিযোগ পত্র গ্রহণ করেন।
প্রবাসী বাংলাদেশিদের পক্ষে এই অভিযোগ পত্র হস্তান্তর করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, নেদারল্যান্ডস আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান ও মুরাদ খান প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে নেদারল্যান্ডস, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মান, বেলজিয়াম, স্পেন, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, পোল্যান্ড, সুইডেন, পর্তুগাল, গ্রীস, মাল্টা, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও ক্রোয়াশিয়া থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
(ঢাকা টাইমস/২৬নভেম্বর/এসএ)
মন্তব্য করুন