পরাজিত শক্তি দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে: এ্যানী

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ১৯:২২
অ- অ+

আওয়ামী লীগ জনশত্রুতে পরিণত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি অভিযোগ করেছেন, পরাজিত শক্তিরা এখন দেশের বাইরে বসে নানান ষড়যন্ত্রে লিপ্ত।

রবিবার (২৪ নভেম্বর) বিকালে লক্ষ্মীপুর স্টেডিয়ামে তাঁত, বস্ত্র, দেশীয় শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জেলা ফুটবল অ্যাসোসিয়েশন মাসব্যাপী মেলার আয়োজন করেন।

এ্যানী বলেন, ‘আওয়ামী লীগ দেশের যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গেছে। দেশকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে। ভারত মাদক সরবরাহ করত আর আওয়ামী লীগ তা সারা দেশে ছড়িয়ে দিত।’

আওয়ামী লীগ দেশের শত্রুতে পরিণত হয়েছে, জনশত্রুতে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এখন তারা দেশের বাইরে থেকে নানান ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। পুরাতন ছবি ছড়িয়ে গুজব রটাচ্ছে। তাদের এসব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।’

‘ছাত্র-জনতার আন্দোলনে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশকে সবার ঐক্যবদ্ধভাবে গঠন করতে হবে। ইউনুস সরকারকে সহযোগিতা করতে হবে।’ বলেন এ্যানী।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু।

এছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সদস্য আব্দুর রব শামীম, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট . মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক সোহেল আদনান প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/মোআ

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পর্ব শেষ করলো বাংলাদেশ
চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন ঢাকায় গ্রেপ্তার
ইউটিউবে আরশ-তিশার ‘আহত ভালোবাসার ঘ্রাণ’
শাহিনুল আলম বিএসএমএমইউ’র নতুন উপাচার্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা