সেতু ভেঙে নদীর ৬০ ফুট গভীরে মাইক্রোবাস
মুন্সিগঞ্জে সেতুর রেলিং ভেঙে মাইক্রোবাস ধলেশ্বরী নদীতে পড়ে গেছে। শুক্রবার গভীর রাতে ঢাকা থেকে মুন্সিগঞ্জগামী গাড়িটি মুক্তারপুর সেতুর টোল প্লাজায় নিয়ন্ত্রণ সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায়।
এই ঘটনায় কতজন নিখোঁজ রয়েছে নিশ্চিত না হওয়া গেলেও সেতুর টোল আদায়কারীরা জানিয়েছেন, গাড়ীটিতে চালকসহ অন্তত তিন জন যাত্রী ছিল। তবে চালকের স্বজনরা জানান, গাড়িতে কেবল একজনই ছিলেন।
রাতে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান চালিয়েও মাইক্রোবাসটির সন্ধান পাননি। তবে সকালে আবার উদ্ধার কাজ শুরুর পর পানির প্রায় ৬০ ফুট নিচে গাড়িটি শনাক্ত করে তারা। মাইক্রোবাসটিকে টেনে তোলার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আসাদ জানান, গাড়ির মধ্যে কোন লাশ না থাকায় আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছেন তাদের ডুবুরিরা।মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, এই ঘটনায় তিন জন নিখোঁজের তথ্য পেয়েছেন তারাও। তবে গাড়ির মালিক নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ার ব্যবসায়ী হাজী আব্দুর রউফের ছেলে জালাল উদ্দিন ভূইয়া রুমী একাই গাড়িতে ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।
পুলিশ বলছে, রুমীর পরিবার তাদেরকে জানিয়েছে, চালককে ছুটি দিয়ে নিজেই গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিল ওই তরুণ।
নিখোঁজের স্বজনরা দুর্ঘটনা স্থলে এসে ট্রলারে করে তাকে খুঁজে ফিরছেন। এলাকাবাসীও ধলেশ্বরী তীরে ভিড় করেছেন। ঢাকাটাইমস/১অক্টোবর/ডব্লিউবি
মন্তব্য করুন