ট্যুরিস্ট পুলিশের মেরাদিয়া ব্যারাক পরিদর্শন করলেন মাইনুল হাসান

ট্যুরিস্ট পুলিশের ব্যারাক পরিদর্শন করেছেন অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. মাইনুল হাসান।
রবিবার রাজধানীর মেরাদিয়ায় অবস্থিত ব্যারাকে যান সংস্থাটির প্রধান। এসময় তার সঙ্গে ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পুলিশ সুপার (অ্যাডমিন) মিজানুর রহমান, পুলিশ সুপার (লজিস্টিক) জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) বদরুল আলম প্রমুখ।
জানা গেছে, গত ৫ ডিসেম্বর ডিএমপির সাবেক কমিশনার মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান। এরপর থেকেই তিনি দেশের পর্যটন স্পটগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত, পর্যটকরা যাতে নির্বিঘ্নে নিরাপদ ভ্রমণ করতে পারেন সেসব বিষয়ে কাজ শুরু করেছেন। তাছাড়া পর্যটকরা যাতে বেড়াতে গিয়ে চুরি, ছিনতাই ও হয়রানির শিকার না হন সেসব বিষয়ে অধীনস্থ কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।
এদিকে ঢাকার মেরাদিয়া ট্যুরিস্ট পুলিশ ব্যারাক পরিদর্শনে গিয়ে মাইনুল হাসান বিভিন্ন অবকাঠামোর উন্নয়নকাজ এবং মূল্যবান দিকনির্দেশনা দেন।
অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা ঢাকাটাইমসকে বলেন, ‘নতুন ট্যুরিস্ট পুলিশের প্রধান মেরাদিয়া ব্যারাকে ফোর্সরা কীভাবে থাকেন, তাদের অবস্থান পরিদর্শন করেন। সেখানে অস্ত্রাগার, রেশন, যানবাহন সবকিছু তিনি দেখেছেন। সেখানে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।’
(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এসএস/এমআর)

মন্তব্য করুন