মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৬:২৭
অ- অ+

রাজধানীর মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবীশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির সাবেক এক নারী সহকর্মী (আয়া) মামলাটি করেছেন। সম্প্রতি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি হয়।

অভিযোগ বিষয়ে অধ্যক্ষ মোস্তফা কামাল ঢাকাটাইমসকে বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি। এ বিষয়ে পরে মন্তব্য করব।’

মামলার বাদী মধ্যবয়সি ওই নারী (স্কুলের আয়া) তার অভিযোগে জানিয়েছেন, অধ্যক্ষ মোস্তফা কামাল জোরপূর্বক একাধিকবার তাকে ধর্ষণ করে। আবার ধর্ষণের দৃশ্য গোপনে ধারণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল সময় সুযোগ পেয়ে (১৭ জুলাই) আমাকে পুনরায় ধর্ষণ করে।

অভিযোগ আছে, সাবেক এমপি ইলিয়াস মোল্ল্যার অবৈধ প্রভাব খাঁটিয়ে পল্লবীর প্রায় সব স্কুল কলেজের নিয়োগ কমিটিতে সদস্য হতেন মোস্তফা কামাল। শিক্ষক-কর্মচারী নিয়োগে আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ দিতেন বলেও অভিযোগ রয়েছে। মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হয়েও আওয়ামী লীগে আমলে প্রায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের দ্বায়িত্ব পালন করেছেন মোস্তফা কামাল। এছাড়া মাস্টার্সের জাল সনদ দিয়ে তিনি স্বনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানে অবৈধভাবে শিক্ষকতা করলেও কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) ঢাকাটাইমসকে বলেন, ‘মামলাটি আমাদের থানায় তদন্তের জন্য এসেছে কি-না একটু খোঁজ নিয়ে দেখতে হবে। যদি আসে অবশ্যই একজন তদন্ত করছেন।’

জানা গেছে, ধর্ষণের শিকার ভুক্তভোগী নারী ২০১২ সালে মাস্টার রোলে মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আয়া হিসেবে যোগদান করেন। ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর তার চাকরি স্থায়ী হয়। ২০২১ সালে এই শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে যোগদানের পর মোস্তফা কামাল ওই নারীকে কারণে-অকারণে তার অফিসে ডেকে নিতেন। মাঝেমধ্যে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ এবং অশ্লীল কথাবার্তা বলতেন। সুযোগ পেলেই কলেজের কাজের ফাঁকে তার স্ত্রী (মোস্তফা কামাল) অসুস্থ অজুহাতে আয়াকে মোস্তফা কামাল নিজের ঘরের কাজ করাতেন। তাকে ১০ হাজার টাকা দামের শাড়ি কিনে দেওয়ার লোভও দেখানো হয়। ওই সময়ে বাসায় কেউ না থাকার সুযোগে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে আদালতে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী ধর্ষণের বিষয়টি সবাইকে জানাতে চাইলে মোস্তফা কামাল তাকে মেরে ফেলার হুমকি দেন। তার কথা না শুনলে পরিণতি ভয়াবহ হবে হুমকি দিয়ে বলেন, ‘তুই যদি বলা মাত্রই না আসোস, তাহলে আমার মোবাইলে ধারণ করা তোর খারাপ ভিডিও সবাইকে দেখায় দিবো।’

মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের লিটন নামে এক পিওন ভুক্তভোগী ওই আয়াকে ‘ধর্ষণের’ বিষয়টি জেনে ফেলায় মোস্তফা কামালের নির্মম অত্যাচারে আত্মহত্যা করতে বাধ্য হয়। এই ঘটনায় মিরপুরে তোলপাড় শুরু হলে পরিস্থিতি সামাল দিতে ওই আয়াকেই উল্টো ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক চাকরিচ্যুত করেন তিনি। অধ্যক্ষের হাতে-পায়ে ধরে কান্নাকাটি করলেও তার চাকরি রক্ষা হয়নি।

অভিযোগে আরও বলা হয়, আয়ার বেতনের এক লাখ ১৫ হাজার টাকা জোরপূর্বক নিয়ে নেওয়া হয়। অধ্যক্ষ আয়াকে আশ্বস্ত করে পরিস্থিতি ঠাণ্ডা হলে কিছুদিন পর তাকে আবার চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাসও দেন। মিথ্যা কথা বলে আয়াকে ডেকে নিয়ে কয়েকজন শিক্ষক-কর্মচারীর সামনে তার কথা রেকর্ড করে কতগুলো কাগজে স্বাক্ষর নেন অধ্যক্ষ মোস্তফা কামাল। পরবর্তী সময়ে ভিক্টিমকে ফোন দিয়ে মোস্তফা কামাল তার নতুন বাসায় মেয়েকে স্কুলে নিয়ে আসার কাজ এবং অসুস্থ স্ত্রীকে দেখাশোনা করলে আয়াকে তার আগের চাকরিতে পুনরায় নিয়োগ দিবেন বলে জানান। আর তার কথা না শুনলে ধর্ষণের ভিডিও সবার কাছে ছড়িয়ে দিবেন বলে হুমকি দেওয়া হয়। এ অবস্থায় জুলাই মাসের ১৭ তারিখে বেলা তিনটায় মোস্তফা কামালের স্ত্রী ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো অবস্থায় আয়াকে আবারো জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে ভিকটিম ৩১ অক্টোবর অভিযোগ করেছেন আদালতে।

এছাড়া প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক তার অবৈধ নিয়োগ, আর্থিক অনিয়ম ও শিক্ষক নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, অডিট ও নিরীক্ষা অধিদপ্তর, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও জেলা শিক্ষা অফিসার বরাবর তথ্য প্রমাণ দিয়ে আবেদন করেন।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন বাবর
চাঁদপুরের সাবেক ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে
জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, ২ পুলিশসহ আহত ৫
গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা