রূপগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় আলী আকবর (৩৪) নামে যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ ঘটনা।
নিহত আলী আকবর উপজেলার ভুলতা এলাকার সাইদুল ইসলামের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, আলী আকবর একজন নসিমন চালক। দুপুর সোয়া ১২টার দিকে বিশ্বরোড থেকে ভুলতার দিকে আসার পথে বরাব এলাকায় পৌঁছামাত্র দ্রুতগামী একটি ট্রাক নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। মরদেহটি কাঁচপুর হাইওয়ে থানা পুলিশে বুঝিয়ে দেয়া হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে।
(ঢাকাটাইমস/৭অক্টোবর/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন