মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ০৮ অক্টোবর ২০১৬, ১৯:১০
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদ্রাসার ছাদ থেকে পড়ে এক ছাত্র মারা গেছে। নিহত মো. সায়েম হাওলাদার (১০) উপজেলার ইছাপুরা ইউনিয়নের হালিম হাওলাদারের ছেলে।
শনিবার সকাল ৯টার দিকে ঢাকা ধোলাইখাল একটি কওমি মাদ্রাসার ৫ম তলা ছাদ থেকে আরেক ছাদে যাওয়ার সময় নিচে পড়ে ঘটানাস্থলেই মারা যায়।
নিহতের মামা রায়হান জানান, আমার ভাগিনাকে গত ২ অক্টোবর ঢাকায় একটি কওমি মাদ্রাসায় ভর্তি করানো হয়। এক ছাদ থেকে আরেক ছাদে যাওয়ার সময় পরে মারা যায়।
(ঢাকাটাইমস/৮ অক্টোবর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন