সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৬, ১৭:২০
অ- অ+

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সাংবাদিক নির্যাতনকারী মাদকসেবীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন, উপজেলার কর্মরত সকল সাংবাদিক।

শুক্রবার বেলা ১১টায় উপজেলার নিমতলা সড়কের বাগানবাড়ি পয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন- বাসাইল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টিটু, রশুনিয়া ইউনিয়ন সংরক্ষিত মহিলা সদস্য নয়নতাড়া বেগম, সিরাজদিখান উপজেলা ভোরের পাতা প্রতিনিধি মো. মোস্তফা, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা জে এফ রোহান, চোরমর্দ্দন সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি মো. আক্তার হোসেন, রশুনিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ, রশুনিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি এস এম নাছির এবং দৈনিক সভ্যতার আলো সিরাজদিখান উপজেলা প্রতিনিধি গোপাল দাস হৃদয় প্রমুখ।

আহত সাংবাদিক রোমান হাওলাদার জানান, এলাকার যুবসমাজকে মাদকের হাত হতে রক্ষার্থে মাদক নিয়ে বিভিন্ন পত্রিকায় নিউজ করাতে মাদক ব্যবসায়ীরা গত ৯ সেপ্টেম্বর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায়। আমার চিৎকার শুনে এলাকার জনগণ ও ইউপি (মহিলা) মেম্বার তাকে উদ্ধারে এগিয়ে আসে। আমি হামলাকারীদের বিচার চাই।

(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথা-নগরকান্দায় রাস্তাবিহীন তিন সেতু নির্মাণ, জনদুর্ভোগ চরমে
কুমিল্লায় গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩
ঠাঁকুরগাঁওয়ে সুদের কারবারি সাঈদের কাছে জিম্মি কয়েক গ্রামের শতাধিক পরিবার
টেস্টে গেইলের ছক্কার রেকর্ডে ভাগ বসিয়ে অনন্য কীর্তি সাউদির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা