মানিকগঞ্জে আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শুরু ২৭ অক্টোবর

মঞ্জুর রহমান,মানিকগঞ্জ থেকে
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৬, ১৯:৫০
অ- অ+

বঙ্গভাষা ও সাহিত্য শিরোনামে বাংলা সাহিত্যের ইতিহাস রচনাকারী, ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা সম্পাদনকারী ড. দীনেশচন্দ্র্র সেনের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আগামী ২৭ অক্টোবর থেকে এ সম্মেলন শুরু হবে, শেষ হবে ২৯ অক্টোবর।

২৭ অক্টোবর বিকাল ৩টায় প্রধান অতিথি হিসেব উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম. নাঈমুর রহমান দুর্জয়,মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম,পুলিশ সুপার মাহফুজুর রহমান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম পিপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার প্রকৌশলী তোবারক হোসেন লুডু।

এদিন আলোচক থাকবেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।

স্বাগত বক্তব্য রাখবেন মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, ঢাকার সভাপতি মো. আজহারুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখবেন মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ,ঢাকার সহ-সভাপতি নাট্যশিল্পী শ্রী তাপস সরকার গৌর।

অনুষ্ঠানের সভাপত্বিত করবেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস।

সম্মেলনে দ্বিতীয় দিনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিকবিষয়ক মন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি থাকবেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ,কমার্স ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান,এক্সিম ব্যাংকের এমডি ড.এম হায়দার আলী মিয়া।

স্বাগত ভাষণ বক্তব্য রাখবেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মো. শাহরিয়ার। শুভেচ্ছা বক্তব্য রাখবেন মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ,ঢাকার সহ-সভাপতি মোহাম্মদ আলী।

সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করবেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কোলকাতার সাবেক উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার। বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক ড. বারীদবরন ঘোষ, নর্থবেঙ্গল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ আ. জলিল।

আলোচনায় অংশ নেবেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যকলা বিভাগের অধ্যাপক ড.আফসার আহম্মেদ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক রুবিনা হামিদ, ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক ড.সলিমুল্লাহ খান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন অধিকারী ও সাবেক অতিরিক্ত সচিব নাইম আহম্মেদ খান। অনুষ্ঠানে সভাপত্বিত করবেন সম্মেলন আয়োজক কমিটির আহবায়ক জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস।

সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এসএম আব্দুল মান্নান,লেখক গবেষক ও সংগীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসী ও গড়পাড়া ইমাম বাড়ি দরবার শরীফের সভাপতি শাহ সুফি মোখলেছুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ,ঢাকার সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ,ঢাকার সহ-সভাপতি মুহাম্মদ বজলুর রশিদ। অনুষ্ঠানে প্রবন্ধপাঠ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবুল হক,ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.সৈয়দ আজিজুল হক ও কোলকাতা থেকে আগত অধ্যাপক ড.সমিতা মান্না।

আলোচনায় অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মেজবাহ কামাল,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকউল্লাহ খান,বাংলা একাডেমির (ফোকলর,যাদুঘর ও মাহাফেজখানা)-এর পরিচালক সাহিদা বেগম ও কথা সাহিত্যিক ঝর্ণা রহমান।

অনুষ্ঠানে সভাপত্বিত করবেন সম্মেলন আয়োজক কমিটির আহবায়ক জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস।

তিন দিনব্যাপী এই সম্মেলনে প্রতিদিনই মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

আচার্য ড. দীনেশচন্দ্র সেন ১৮৬৬ সালের ৩ নভেম্বর মানিকগঞ্জ পৌর এলাকার বগজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল ঢাকার সুয়াপুর গ্রামে। পিতা ঈশ্বরচন্দ্র সেন মানিকগঞ্জ আদালতের আইন পেশায় নিয়োজিত ছিলেন। ১৯৩৯ সালের ২০ নভেম্বর কলকাতার বেহালায় আচার্য ড. দীনেশচন্দ্র মৃত্যুবরণ করেন।

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা