তারেক-মিশুক নিহতের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৬, ১৭:১৩
অ- অ+

সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনিরসহ পাঁচজন নিহতের মামলায় ঘিওর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল- ইসলামের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সোমবার এই মামলায় দুইজনের সাক্ষ্য দেয়ার কথা থাকলেও একজন আদালতে হাজির হননি।

দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহামুদ ফায়জুল কবীরের এজলাসে বাসচালক জামির হোসেনের উপস্থিতিতে সাক্ষ্য দেন আশরাফ-উল-ইসলাম। এই মামলায় মানিকগঞ্জ সদর হাসপাতালের তৎকালীন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুল মালেক সাক্ষ্য দিতে আদালতে হাজির হননি। এ নিয়ে গত চার বছরে এই মামলায় ৩৯জন সাক্ষীর মধ্যে ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে শুটিং স্পট দেখে ঢাকায় ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের জোঁকা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনিরসহ পাঁচজন। এ ঘটনায় ওই দিনই ঘিওর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান দুর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগে বাসচালক জামির হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার উত্তরায় ইসকন সদস্যকে নিয়ে ভারতীয় মিডিয়ার খবর মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত
ছাত্র আন্দোলনের মিছিলে হামলা: সখীপুরে তিন আ. লীগ নেতা গ্রেপ্তার 
জনপ্রশাসন সংস্কার তিন মাসের মধ্যে সম্ভব নয়: আব্দুল মুয়ীদ চৌধুরী
পথে পথে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা