আখাউড়ায় ফেনসিডিলসহ জেলা ছাত্রলীগ নেতা আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৬, ১৮:১৯
অ- অ+
ফাইল ছবি

ফেনসিডিলসহ ব্রাক্ষণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান জুয়েল ও তার বন্ধু শরীফ মিয়াকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মাদক মামলায় বৃহস্পতিবার তাদেরকে ব্রাক্ষণবাড়িয়া জেল হাজতে পাঠানো হয়। আখাউড়া উপজেলার সীমান্তঘেষা বাউতলার ২০-৪এস সীমান্ত পিলার এলাকা থেকে বুধবার দুপুরে আখাউড়া কোম্পানি সদরের টহলরত বিজিবি জওয়ানরা তাদের আটক করে।

বিজিবি আখাউড়া কোম্পানি সদরের কমান্ডার মো. জনাব আলী ঢাকাটাইমসকে জানান, উপজেলার বাউতলা সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল দল দু’জনকে একটি মোটরসাইকেলসহ আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। জুয়েল ব্রাক্ষণবাড়িয়া পৌরশহরের বিরাশার গ্রামের বেলাল মিয়ার ছেলে। শরীফ নাসিরনগর উপজেলার রফিক মিয়ার ছেলে বলে বিজিবি সূত্রে জানা গেছে। আটককৃতদের বিজিবি মাদক মামলা দিয়ে বুধবার রাতেই আখাউড়া থানায় সোপর্দ করে।

পরে বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথা-নগরকান্দায় রাস্তাবিহীন তিন সেতু নির্মাণ, জনদুর্ভোগ চরমে
কুমিল্লায় গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩
ঠাঁকুরগাঁওয়ে সুদের কারবারি সাঈদের কাছে জিম্মি কয়েক গ্রামের শতাধিক পরিবার
টেস্টে গেইলের ছক্কার রেকর্ডে ভাগ বসিয়ে অনন্য কীর্তি সাউদির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা