এখন বেশ ভালো আছি: মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১০:৫৯ | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৬, ১০:০৩

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। শেষ ম্যাচে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। সেদিন ২২ রান খরচায় ৫ উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজ। এরপর ইনজুরির কারণে আর লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে পারেননি তিনি।

অবশেষে সম্ভাবনার দ্বার উন্মোচিত হল। আসছে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফের মাঠ মাতাতে পারেন মোস্তাফিজ। নিজের ফিটনেস নিয়ে সন্তুষ্ট ‘ফিজ’। সিডনিতে নয় দিনের প্রস্তুতি ক্যাম্পেই নিজেকে শতভাগ প্রস্তুত করবেন এমন আশাবাদ মোস্তাফিজের। ‘এখন বেশ ভালো আছি। সবকিছু ভালোই যাচ্ছে।’

ইংল্যান্ডের মাটিতে কাউন্টি খেলতে গিয়ে পড়েন ইনজুরির কবলে। পরীক্ষা-নিরীক্ষা করে ধরা পড়ে কাঁধের সমস্যা। গত ১১ আগস্ট ক্রমওয়েল হাসপাতালে প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের অধীনে মোস্তাফিজের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে চলে মোস্তাফিজের পুনর্বাসন।

উল্লেখ্য, ২০১৫ সালে ২২ গজে পথচলা শুরু মোস্তাফিজের। রঙ্গিন জার্সিতে এখন পর্যন্ত ৮টি ম্যাচে ২৬টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। সাদা পোশাকে ২ ম্যাচ খেলে নিয়েছেন ৪টি উইকেট। আর টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচে ২২ উইকেট ঝুলিতে পুরেছেন মোস্তাফিজ।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :