হাজীগঞ্জে গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৭:৫১
অ- অ+

জেলার হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের বাখরপাড়া গ্রামে শাহিনা আক্তার পপি (১৯) নামে এক গৃহবধূকে বিষপান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সকালে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে পুলিশ।

পপির পরিবার দাবি, পপিকে নির্যাতন করে আহত অবস্থায় মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে।

তবে, শ্বশুরবাড়ির লোকজন জানান, তাদের সঙ্গে গৃহবধূর কোনো মান অভিমান বা শত্রুতা ছিলো না।

গৃহবধূ পপি বাখরপাড়া মো. করিমের স্ত্রী। সে একই ইউনিয়নের গোগরা গ্রামের দুলাল মিয়ার মেয়ে। ছয়মাস আগে তাদের বিয়ে হয়।

স্বামী মো. করিম বলেন, ‘আমার সঙ্গে কোনো অভিমান ছিল না। সে বাড়িতে বিষপান করেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’

থানার উপপরিদর্শক শাহেদ বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় গৃহবধূ পপি বিষপান করেছে বলে দাবি পরিবারের। সে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’

এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় একাটি অপমৃত্যুর মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‌্যাব বিলুপ্তির সুপারিশ
শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে কবি হেলাল হাফিজের দাফন সম্পন্ন
ভারতের সঙ্গে ভাল সম্পর্ক চাই, তবে দুপক্ষের স্বার্থের ভিত্তিতে: পররাষ্ট্র উপদেষ্টা
সংখ্যালঘুদের ওপর অত্যাচার আমরা মেনে নেবো না: রুমিন ফারহানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা