শেখ হাসিনা ভারতকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: জুয়েল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৯:১২
অ- অ+

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক অপপ্রচার করার প্রতিবাদে নরসিংদীর মনোহরদীতে কেন্দ্রীয় বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদূল কাদির ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শনিবার মনোহরদীর বাসস্ট্যান্ড থেকে উপজেলা পরিষদ হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিশাল বিক্ষোভ মিছিলটি।

মনোহরদী পৌরসভার সাবেক মেয়র ডা. আব্দুল খালেকের সভাপতিত্বে ও সাবেক ভিপি মাকমাদুলের সঞ্চালনায় সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবদূল কাদির ভূঁইয়া জুয়েল।

তিনি বলেন, শেখ হাসিনা ভারতকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ভারতের আসামে বাংলাদেশের উপহাইকমিশনে উগ্রবাদিদের হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা পড়ানোর নিন্দা জ্ঞাপন করেন তিনি।

জুয়েল বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানকে লালন করে সকল দেশ প্রেমিক ভাই ও বোনেরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে এ দেশের সকল ধর্মপ্রাণ মানুষ সাথে নিয়ে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। ১৯৭১ সালে এ দেশের মানুষ দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়ে ছিল আবার আমরা ভারতের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছি।বাংলাদেশের সীমান্ত রক্ষায় সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, আনসারসহ সকল সরকারি বাহিনীর সাথে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করতে সব সময় প্রস্তুত থাকতে হবে।

তিনি আরো বলেন, বৈষম্য বিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের পাশে থেকে ভাবনাকে মূল্যায়ন করতে হবে এবং নৈরাজ্য, বিশৃঙ্খলা চাঁদাবাজিতে যেন কোনো নেতাকর্মী সম্পৃক্ত না হয় সে ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক জিসান আহমেদ, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদৎ হোসেন বিপ্লব, নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রাপ্ত, বেলাব উপজেলা বিএনপির জাকির হোসেন সর্দার, বেলাব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাজাহান মিয়া, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, মো. হাসান হাফিজ উদ্দিন ভূঁইয়া, সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন,

বেলাব উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কয়েস মিয়া, বেলাব উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. সোহরাব মিয়া, সদস্য সচিব মোস্তফা মিয়া, বেলাব উপজেলা ছাত্রদল নেতা পাপন মিয়া, মনোহরদী উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি শাম্মী রহমান টিপু, জেলা ছাত্রদল নেতা মোমেন মোল্লাসহ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গরমে বাড়ে হিট স্ট্রোকের ঝুঁকি! ডায়াবেটিস থাকলে আশঙ্কা দ্বিগুণ
ঢাকা-ভৈরব বাজার রুটে নরসিংদী কমিউটার ট্রেনের চলাচল শুরু, খুশি এলাকাবাসী
বাংলাদেশের জনগণকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ফের ইতিহাস গড়ল স্বর্ণের দাম, প্রতিভরি ১৫৬৯৯৬ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা