মুন্সীগঞ্জে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাস দুটির অন্তত ২৫ যাত্রী। শনিবার দুপুর আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার কেয়াটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন-হাসান ইমাম নবাব ও মো. শামীম। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এছাড়া নিহত শিশুর নামপরিচয়ও পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শিশুটির মৃত্যু হয়।
আহতদের মধ্যে শহিদুল ইসলাম, মো. ইব্রাহিম, শাহআলম, জান্নাত, মো. সাজ্জাদ হোসেন, জলিল ও নাবিদা বেগমসহ ১৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাসাড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) গোলাম মোরশেদ তালুকদার।
ঢাকাটাইমসকে তিনি জানান, দুপুরে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আরাম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গোধূলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন বাস দুটির আরও ২৬ যাত্রী।আহতদের মধ্যে ১৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে এক শিশুর মৃত্যু হয়। বাকি আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/প্রতিনিধি/এমআর)
মন্তব্য করুন