নায়লা নাঈমের প্রেমিক যখন রানা!

সৈয়দ ঋয়াদ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৪| আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৫:৩২
অ- অ+

প্রেমে মজেছেন ক্লোজআপ ওয়ান তারকা গায়ক রানা। যে সে নন, তিনি এক্কেবারে মডেল নায়লা নাঈমের সঙ্গে প্রেম করছেন। হালের আলোচিত এই মডেলেরও এতে আপত্তি নেই। তাই তো দুজনকে একই সঙ্গে ধুম-ধারাক্কা একটি গানে নাচতে দেখা গেল। ঘটনাটা সত্য। তবে প্রেমটা সত্য নয়। আসলে একটি মিউজিক ভিডিওর জন্যে দুজনের এই রসায়ন।

‘মন আমার খেলে যায়রে/ তোরে কাছে পেলে হায়রে/ দিবানিশি বুক পাজরে/ রাখি তোরে বন্দী করে/ নাই মনে ভয় সংশয়’- শিল্পী এইচ এম রানার কন্ঠে এই গান শুনে আর মিউজিক ভিডিও দেখে মনে হতে পারে গানটি নায়লা নাঈমকে নিয়েই লেখা। শিল্পী নিজেই গানটি লিখেছেন, সুর করেছেন। এই মিউজিক ভিডিওর প্রচারণায় ব্যস্ত এখন তিনি। নিজের ফেসবুক ওয়ালে নায়লার সঙ্গে একটি ছবি পোস্ট করে রানা লিখেছেন- ‘ইন এ রিলেশনশিপ উইথ পাপা চিক চিক’। নতুন বছরের নতুন মিউজিক ভিডিও নিয়ে উচ্ছ্বসিত নায়লা নাঈমও।

সংগীতশিল্পী রানা নতুন বছরে নিয়ে আসছেন নতুন মিউজিক ভিডিও ‘পাপা চিক চিক’। থার্টিফার্স্ট নাইটে বাজারে আসছে এই গানের ভিডিও।

অন্যদিকে লেজার ভিশনের ব্যানারে নতুন বছরের প্রথম দিনেই আসছে রানার দ্বিতীয় একক মিউজিক ভিডিও অ্যালবাম ‘রানার’। আর এই অ্যালবামে থাকছে ‘পাপা চিক চিক’ গানটি। নতুন অ্যালবাম সম্পর্কে রানা ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আমি খুব উচ্ছ্বসিত এই অ্যালবামটা নিয়ে। অনেক বিগ বাজেটে তৈরি করা হয়েছে এটি।’

এই অ্যালবামে ‘পাপা চিক চিক’ ছাড়াও থাকছে আরো ৯টি গান। সব গানের কথা ও সুর করেছেন রানা নিজেই। অ্যালবামের সংগীতায়োজন করেছেন আশিকুর রহমান আশিক এবং মিউজিক ভিডিও পরিচালনা করছেন আশিকুর রহমান।

রানার প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসিনি’ লেজার ভিশন থেকে বের হয়েছে পাঁচ বছর আগে। পড়াশোনার জন্য বেশ কয়েক বছর বিদেশে কাটান তিনি। তাই গানে কিছুটা বিরতি পড়েছে।

পড়াশোনার পাট চুকিয়ে দেশে ফিরে এখন আবার গানে ব্যস্ত হয়ে পড়েছেন।

ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/এসআর/টিএমএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড 
ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রেসপন্স সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
নতুন দেশ গড়ার ডাক দিয়ে রাজপথে নেমেছি: নাহিদ ইসলাম
বীরের রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়: খালেদা জিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা