চাঁদপুরে ১৮০ ছাত্রীকে দেয়া হলো সাইকেল

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০১৭, ১৮:১৬
অ- অ+

কচুয়ার সাচার ও রহিমানগর উচ্চ বিদ্যালয়সহ ২১টি বিদ্যালয়ের ১৮০ জন মেধাবী-গরিব ছাত্রীকে বাই সাইকেল দেয়া হয়েছে।

বুধবার দুপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র তার ব্যক্তিগত তহবিল এসব বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, ইউএনও মুহম্মদ আশরাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অভিভাবকরা।

একই দিনে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি কচুয়ার পালাখাল রুস্তম আলী ডিগ্রী কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ বরেণ্য কন্ঠ শিল্পী নকুল কুমার বিশ্বাস সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তুলেন।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপমহাদেশের কিংবদন্তি তবলাবাদক জাকির হুসেন মারা গেছেন
সোহরাওয়ার্দী উদ্যানে যৌথবাহিনীর অভিযান, আটক ২৫
বিজয় দিবসকে ঘিরে সারা দেশে র‌্যাবের ব্যাপক নিরাপত্তা বলয়
চট্টগ্রামের সাবেক এমপি নদভী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা