মাদ্রাসাছাত্রের মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৪
অ- অ+

মাদারীপুরের কালকিনিতে মাহেন্দ্রচাপায় সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্র নিহত হওয়ায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্ররা। বুধবার দুপুরে এই কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার বিকালে তৌফিকুল ইসলাম নামে ১৩ বছর বয়সী এই ছাত্র নিহত হয়। সে উপজেলা সদরের সিনিয়র ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর মেধাবী ছাত্র ছিল।

সমাবেশে বক্তব্য রাখেন- শিক্ষক হাবিবুর রহমান, সোহরাব হোসেন, জাকির হোসেন, শিক্ষার্থী আবিদুর রহমান, খায়রুল ইসলাম, সাইফুল ও মাসুম।

এসময় বক্তারা বলেন, বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে তৌফিকুলের মত একজন মেধাবী ছাত্র সড়কে অকালে প্রাণ হারাতে হয়েছে। আর যেন এভাবে কারো অকালে প্রাণ হারাতে না হয়। তাই আমরা নিরাপদ সড়ক চাই।

প্রসঙ্গত, পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের মো. বিপ্লব বেপারী মাদ্রাসা পড়ুয়া ছেলে তৌফিকুল ইসলাম সাইকেল চালিয়ে মাদ্রাসা ছুটি শেষে বাড়িতে রওনা দেয়। পথে মঙ্গলবার বিকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে একটি মাহেন্দ্র এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসকে ঘিরে সারা দেশে র‌্যাবের ব্যাপক নিরাপত্তা বলয়
চট্টগ্রামের সাবেক এমপি নদভী গ্রেপ্তার
বেয়াইনের নামে দুবাইয়ে ৪টি ফ্ল্যাট কিনেছেন লোটাস কামাল
আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা