শরীয়তপুরে পাঁচ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার
শরীয়তপুরে এসএসসি পরীক্ষায় নকল করার অপরাধে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গোসাইরহাট উপজেলার ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো, ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইমন হাচান, নাগেরপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম, কোদালপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র তাজল মিয়া, সাজ্জাত হোসেন সুমন ও ইব্রাহিম মিয়া।
ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মন্নান বিষয়টি নিশ্চিত করে জানান, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে নকল করার অপরাধে গোসাইরহাট উপজেলার নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মো. ছগীর হোসেন ওই পাঁচ ছাত্রকে বহিষ্কার করেন।(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন