আখাউড়ায় হত্যার পর লাশ পুড়িয়ে আলামত নষ্টের চেষ্টা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৭| আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২০
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গলাকেটে এক ব্যক্তিকে হত্যার পর আগুনে পুড়ে আলামত নষ্টের চেষ্টা করা হয়েছে। সোমবার পৌরশহরের টানপাড়া তিতনশাহ্ মাজার এলাকার ব্র্যাক স্কুল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

উদ্ধারের সময় লাশটির পাশ থেকে একটি প্লাস্টিকের কেরোসিনের বোতল, একটি কালো কাপড়ের ব্যাগ ও কিছু কাগজ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

স্থানীয় কাউন্সিলর শেখ জালাল উদ্দিন জালু জানান, আখাউড়া পৌরশহরের টানপাড়া গ্রামের বাসিন্দা ইরন মিয়ার ভাড়া দেয়া ঘরে সকালে আগুনে পোড়া এক ব্যক্তির লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে তিনি পুলিশে খবর দেন। তবে, তাকে এর আগে কেউ এ এলাকায় দেখতে পায়নি। তার পরিচয় সম্পর্কে কারো ধারণা নেই।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদারের ধারণা, পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে আলামত নষ্ট করে দিতে চেয়েছিল। তিনি বলেন, লাশের মাথা ও মুখমণ্ডলে একাধিক গভীর আঘাতের চিহ্ন রয়েছে। লাশটির পাশে থাকা একটি ব্যাগে পাওয়া ট্রেনের টিকিটে দেখা যায় ১২ ফেব্রুয়ারি বিকালে নিহত ওই ব্যক্তি ফেনী থেকে আখাউড়ায় আসেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন
সিরিয়ায় বাশারের বাবা হাফিজের কবরে আগুন দিলো বিদ্রোহীরা
কেনাকাটার জন্য বেরোনোর আগে জানুন ঢাকার কোন কোন মার্কেট বন্ধ
গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা