দু’পায়ের রোবট (ভিডিও)

শুধু দুটি পা। পা দুটি দেখতে মুরগির পায়ের মত। হাঁটতে পারে। পারে সামান্য কিছু পণ্য পরিবহন করতে। এটি একটি রোবট। নাম ক্যাসি।
যুক্তরাষ্ট্রের অরিগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক এই রোবট উদ্ভাবন করেছেন।
১৬ মাস দীর্ঘ গবেষণা শেষে রোবট তৈরি করা হয়েছে। এটি তৈরি করার জন্য ১ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা পাওয়া গেছে। একাজে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্স প্রজেক্ট এজেন্সি (ডারপা)।
রোবটটি তৈরির সময় প্রাণির হাঁটাচলার প্রতি খেয়াল করা হয়েছে। একটি প্রাণি কীভাবে হাঁটার সময় ভূমিতে পা ফেলে, কীভাবে পায়ের পাতা, হাঁটু, এবং কোমরের নড়াচড়া হয় সে নিয়ে গবেষণা করে রোবটটি তৈরি করা হয়েছে।
রোবটির উদ্ভাবকেরা জানিয়েছেন, রোবটি দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো যাবে। বিশেষ করে আপদকালীন সময়ে উদ্ধারকার্য পরিচালনা, সার্চ, রেসকিউ এবং মুদি-মনিহারী পণ্য পরিবহন করা।
দেখুন ভিডিও:
(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এজেড)

মন্তব্য করুন