যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় বাংলাদেশি তরুণীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে সায়রা নূর লামিসা নামে এক বাংলাদেশি তরুণী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। খবর ডেইলি মেইলের।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত রবিবার দুপুর আড়াইটার দিকে সানি দিয়াগোর একটি বিমান প্রশিক্ষণ কেন্দ্রের একটি ছোট বিমানে করে তিনজন উড্ডয়ন করে। চার আসনের বিমানটির সামনের আসনে বসেছিলেন একজন প্রশিক্ষক ও একজন ছাত্র,আর পেছনের আসনে বসে ছিলেন সায়রা। ৩০ মাইল দূরে রামোনা বিমানবন্দরের কাছে ক্লিভল্যান্ড ফরেস্ট পার্কের এক দুর্গম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি।
দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পরে বিধ্বস্ত উড়োজাহাজ থেকে সায়রা নূরের মৃতদেহ উদ্ধার করে দমকল বিভাগ। আর এর অন্য দুই আরোহী ২৫ ও ২৮ বছর বয়সী দুজন পুরুষ নিজেরাই বিধ্বস্ত বিমান থেকে বের হতে পেরেছিলেন এবং নিজেদের মুঠোফোনে দুর্ঘটনায় পড়ার খবর জানিয়ে দমকলের কাছে সাহায্য চেয়েছিলেন।
জানা গেছে, নিহত সায়রার বাবা বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন জাকির হোসেন। বাবার মতোই একজন বৈমানিক হতে চেয়েছিলেন সায়রা। ঢাকার উত্তরায় তাদের বাসা। স্কলাসটিকা স্কুল থেকে উচ্চমাধ্যমিক শেষ করে বাবার মতো বৈমানিক হতে যুক্তরাষ্ট্রে যান সায়রা। ক্যালিফোর্নিয়ার স্যানডিয়েগো শহরে মামার সঙ্গে থাকতেন তিনি। সেখানেই আমেরিকান ফ্লাইং একাডেমিতে ভর্তি হন।
(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এসআই)

মন্তব্য করুন