রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে সন্ত্রাসী’ নিহত

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩১| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১১:১২
অ- অ+

রাজবাড়ীর পাংশায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম মোয়াজ্জেম হোসেন। তিনি সন্ত্রাসী বলে দাবি করছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মোয়াজ্জেমের বিরুদ্ধে সাতটি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে পুলিশ।

নিহত মোয়াজ্জেম হোসেন একই উপজেলার পাট্টা গ্রামের আবদুল মজিদ ফকিরের ছেলে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন জানান, রাতে উপজেলার শরিষা ইউনিয়নের নাওড়া বনগ্রামে গোলাগুলির সময় মোয়াজ্জেম নিহত হন। তার বিরুদ্ধে সাতটি মামলা আছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেয়াইনের নামে দুবাইয়ে ৪টি ফ্ল্যাট কিনেছেন মোস্তফা কামাল
আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
জামিন নামঞ্জুর, কারাগারে মিষ্টি সুভাষসহ দুইজন
নবায়নযোগ্য জ্বালানি অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোস্তফা, সম্পাদক আতাউর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা