মামুনের মামলায় দুই আসামির রাজসাক্ষী হওয়ার আদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৮

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত অর্থ পাচার মামলায় দুই আসামি রাজসাক্ষী হতে নিম্ন আদালতের দেয়া আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। দুই আসামি হলেন- শাহজাদ আলী ও তাহমীনা আলী।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এই আদেশ দেন। দুদকের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান ও গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে ছিলেন সাব্বির হামজা চৌধুরী।

মামলার নথি সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত- ৩ এ অর্থ পাচার মামলায় রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেন শাহজাদ আলী ও তাহমীনা আলী। আদালত ওই আবেদন মঞ্জুর করেন। বিচারিক আদালতের এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন গিয়াসউদ্দিন আল মামুন। হাইকোর্ট মামুনের আবেদন খারিজ করে দিলেন। এর ফলে অর্থ পাচার মামলার দুই আসামি রাজসাক্ষী হওয়ার সুযোগ পেলেন।

জানা গেছে, অর্থপাচারের এ মামলায় তারা সাক্ষী ছিলেন। পরবর্তী সময়ে অর্থপাচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকায় হাইকোর্ট তাদের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য দুদককে নির্দেশ দেন। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে তাদেরকে অর্থপাচার মামলায় আসামি করে দুদক। পরে এ দুই আসামি রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এমএবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কনডেম সেল: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এই বিভাগের সব খবর

শিরোনাম :