যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় ৩টি হাতবোমা উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২৪, ১৫:০৭
অ- অ+

যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় ৩টি হাতবোমা উদ্ধার করেছে বাগআঁচড়া ফাঁড়ির পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বাগআঁচড়া সাবেক বাবু চেয়ারম্যানের মার্কেটের ভেতর থেকে এ বোমাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন চেয়ারম্যান মার্কেটের ভেতরে চলাচলের সময় দেখতে পান একটি পলিথিনে মধ্যে বোমা সাদৃশ্য বস্তু রয়েছে। পরে তারা পুলিশকে খবর দিলে বাগআঁচড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মার্কেটের ভেতরে অবস্থিত টিউবওয়েলের পাশ থেকে ৩টি হাতবোমা উদ্ধার করেন। তবে তারা বলছে মূলত উপজেলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নাশকতার উদ্দেশ্যে হাতবোমাগুলো মার্কেটের ভেতরে রাখা হয়েছিল।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, বাগআঁচড়ায় চেয়ারম্যান মার্কেটের ভেতরে বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়েছে। কে বা কারা এ বোমাগুলো রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

(ঢাকা টাইমস/১৪মে/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিকাগোতে চলন্ত গাড়ি থেকে জনতার ওপর গুলি, নিহত ৪
২০১৪ ও ১৮ সালে সুষ্ঠু ভোট হলে ক্ষমতা হারাত আ.লীগ: অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
গ্রিন রোডে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, চাপাতিসহ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা