গজারিয়ায় মাদক নিয়ে বিরোধে যুবক খুন

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৪১
অ- অ+

গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামে স্থানীয় দুই মাদক বিক্রেতার মধ্যে টাকা দেনা-পাওনা সংক্রান্ত বিরোধের জের ধরে এক যুক খুন হয়েছেন। তার নাম আরিফ হোসেন।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালুয়াকান্দি গ্রামের খোরশেদ আলমের ছেলে শরীফ মিয়া মাদক বিক্রির হিস্যা ও দেনা ও পাওনার বিরোধের জের ধরে ফিরোজ মিয়ার ছেলে আরিফ হোসেনকে দুপুরে ঘর থেকে ডেকে এনে বাড়ির আঙ্গিনায় ছুরি দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, খোরশেদ আলমের ছেলে শরীফ মিয়া মাদক চোরাকারবারী। আরিফও একই ব্যবসার সঙ্গে জড়িত ।

গজারিয়া থানার এসআই সারোয়ার হোসেন ভূইয়া খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে টাকা দেনা পাওনা নিয়ে ঘটনাটি ঘটেছে।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেয়াইনের নামে দুবাইয়ে ৪টি ফ্ল্যাট কিনেছেন লোটাস কামাল
আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
জামিন নামঞ্জুর, কারাগারে মিষ্টি সুভাষসহ দুইজন
নবায়নযোগ্য জ্বালানি অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোস্তফা, সম্পাদক আতাউর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা