‘শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত শিক্ষার্থীরা নজরদারিতে রয়েছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৭ | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১০

দেশের স্কুল কলেজে যেসব শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে তাদের নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সতর্ক নজরদারি রয়েছে।’

বৃহস্পতিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

আমু বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারপরেও আমাদের বিভিন্ন স্কুল কলেজের যারা অনির্ধারিত অনুপস্থিত রয়েছে সেসব ঘটনা তদন্তাধীন রয়েছে। সব ঘটনাগুলোকেই নজরদারিতে রাখা হয়েছে। ভবিষ্যতে আর যেন জঙ্গিবাদ সৃষ্টি হতে না পারে সেদিকে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সজাগ দৃষ্টি রেখেছে।

এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়ে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। শিল্পমন্ত্রী বলেন, মাদক নিয়ে যারা ধরা পড়ে বা গ্রেপ্তার হয় তাদের বেশি করে গণমাধ্যমে দেখাতে হবে। এর ফলে মানুষের কাছে ধিকৃত হওয়ার পাশাপাশি তারা সামাজিকভাবে ঘৃণিত হবে।

আমু বলেন, ‘যে এলাকায় মাদক মামলায় কেউ গ্রেপ্তার হবে সেই এলাকায় ওই ঘটনা বেশি প্রচার করতে হবে। যাতে তারা ধিকৃত হয়। বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যাতে এ বিষয়ে সচেতন হয়।’

শিল্পমন্ত্রী বলেন, ‘বৈঠকে সারাদেশে আইনশৃঙ্খলা উন্নয়নে পেশাদার চাঁদাবাজ, সন্ত্রাসী এবং দস্যুদের নজরদারিতে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। এবং সড়ক-মহাসড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।’

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌমন্ত্রী শাজাহান খান, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নুসহ র‌্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থার ঊর্ধতন কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এমএম/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বিশেষ চাহিদা সম্পন্নদের জলবায়ু ঝুঁকি হতে সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পরিবেশমন্ত্রী

গাজায় ত্রাণ কনভয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

শ্রম আইন সংশোধনে তিন দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে: আইনমন্ত্রী

অভিবাসন কার্যক্রম বাস্তবায়নে মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি হচ্ছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি

৭ জুন শুরু হচ্ছে ‘জয় বাংলা ম্যারাথন’, রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

সাত জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ 

হজ পালনে সৌদি আরব গেছেন ১৫ হাজার ৫১৫ বাংলাদেশি

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা আসছেন আজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :