বইমেলায় ছাত্রলীগের স্টল ‘মাতৃভূমি’

জহির রায়হান, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৭| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫৫
অ- অ+

বইমেলায় এই প্রথম ছাত্রলীগ স্টল নিয়েছে। ছাত্রলীগের প্রকাশনা সংস্থা ‘মাতৃভূমি’নামে এ স্টলের নাম রাখা হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত ৮০ নম্বর এ স্টলটি মেলার প্রথম দিনেই ঘুরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত বইগুলো দিয়ে সাজানো হয়েছে স্টলটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন বই রয়েছে এখানে। এছাড়া ছাত্রলীগ নেতাকর্মীদের বিভিন্ন বই পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে মুক্তিযুদ্ধের বিভিন্ন বইও পাওয়া যাচ্ছে ‘মাতৃভূমি’তে।

স্টলটিতে উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচিত প্রবন্ধ, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের 'ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস', ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের ‘আন্দোলনে- সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ, ডা. নুজহাত চৌধুরীর ‘এ লড়াই অনিবার্য ছিল’।

‘মাতৃভূমি’স্টলের দায়িত্বে থাকা ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রচার সম্পাদক সাইফ উদ্দিন বাবু ঢাকাটাইমসকে বলেন, ‘ছাত্রলীগের ইতিহাসে এই প্রথম বইমেলায় স্টল নেওয়া। এখন থেকে প্রতি বছরই বইমেলায় স্টল নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত অনেক লেখকের বই আমদের এখানে দেয়া হয়েছে। প্রথম বার স্টল নিয়েই আমরা ব্যাপক সাড়া পেয়েছি।’

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/জেআর/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক ওসি প্রদীপের স্ত্রীর জামিন স্থগিত
জুলাই আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্তদের বেশিরভাগ মানসিক অসুস্থতায় ভুগছেন: গবেষণা
ভারতের দোসর আ. লীগ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়: লিটন
বরগুনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা