নরসিংদী জেলা পরিষদের উপ-নির্বাচন ১৬ মার্চ
নরসিংদী জেলা পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস রিটার্নিং অফিসার হিসেবে এই তফসিল ঘোষণা করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি সোমবার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার অথবা অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৫ মার্চ রবিবার এবং ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ মার্চ বৃহস্পতিবার।
সম্প্রতি অনুষ্ঠিত নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আসাদোজ্জামানের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষিত হয়।
(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন