নরসিংদীতে বিএনপির অবস্থান কর্মসূচি পালন
নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ০২ মার্চ ২০১৭, ১৭:০৪
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন নরসিংদী জেলা বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নরসিংদী জেলখানা মোড়ে এই কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকনসহ দলের নেতারা বক্তব্য রাখেন।
এতে উপস্থিত ছিলেন- সুলতান মোল্লা, নুরুল ইসলাম, মহসিন হোসেন বিদ্যুৎ, নজরুল ইসলাম, সিদ্দিকুর রহমান নাহিদসহ যুবদল-ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংগঠন, সাধারণ মানুষ, রাজনৈতিক দল, শিল্পোদ্যোক্তাসহ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের টেকনিক্যাল কমিটির সুপারিশ উপেক্ষা করে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্ত বিএনপির নেতাকর্মীরা মানেন না।
পরে পুলিশ বাধা দিলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
(ঢাকাটাইমস/২মার্চ/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন