জাসদ নেতাকর্মীদের উপর আ.লীগের হামলা, আহত ১২
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাসদের মহাসমাবেশ যোগদানকারী নরসিংদীর জাসদ কর্মীদের উপর হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা-ডাঙ্গা সড়কসহ বিভিন্ন এলাকায় এই মামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অন্তত ১২ জন জাসদের নেতাকর্মী। ভাঙচুর করা হয়েছে পাঁচটি বাস।
আহতদের মধ্যে নরসিংদী সদর উপজেলা জাসদের সভাপতি বিধান দাসও রয়েছেন। আওয়ামী লীগ কর্মীদের বিক্ষিপ্ত হামলার মুখে জাসদ কর্মীরা ছত্রভঙ্গ হয়ে দিকব্দিক পালিয়ে যায়। পণ্ড হয়ে পড়ে জাসদের ঢাকামুখী বাস মিছিল। তবে পরে বিচ্ছিন্নভাবে কয়েকটি বাস জাসদ কর্মীদের নিয়ে ঢাকায় গিয়েছে বলে জানা গেছে।
জাসদ নেতা বিধান দাস জানান, শনিবার বিকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাসদের মহাসমাবেশকে কেন্দ্র করে নরসিংদী জেলা জাসদের সভাপতি জায়েদুল কবির প্রায় ৩০/৩৫টি বাস সমন্বয়ে ঢাকামুখী এক বিশাল বাস বহরের আয়োজন করে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমদিয়া, পাঁচদোনা, মেহেরপাড়া ইত্যাদি ইউনিয়নের বিভিন্ন স্থানে জাসদ নেতাকর্মীদের জন্য বাস প্রেরণ করা হয়। বিকাল ৩টার দিকে ৩০-৩৫টি বাস পাঁচদোনা মোড় এলাকায় জমায়েত হয়ে একত্রে ঢাকামুখী যাত্রা করার কথা। এসময় জাসদের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাসের দিকে আসতে থাকলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। তারা জাসদ কর্মীদের বিভিন্ন জায়গায় ধরে বেধড়ক মারধর করে। এতে জাসদ কর্মীরা ভীত পালিয়ে যায়। শুধু তাই নয়, আওয়ামী লীগ কর্মীরা জাসদের মহিলা সদস্যদের বাস থেকে গালাগাল করে নামিয়ে দেয়।
জানা গেছে, সদর উপজেলা জাসদের সভাপতি বিধান দাসের বাসেও হামলা চালানো য়। এসময় বিধান দাস দৌড়ে ডাক্তার অলিউল্লাহর বাড়িতে আশ্রয় নেন। সেখানে ঘণ্টাখানেক থাকার পর পাঁচদোনা ফাঁড়ি পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
পরে বিধান দাস কিছু নেতাকর্মী নিয়ে ঢাকায় পৌঁছেন।
হামলায় আক্রান্ত নেতাকর্মীরা জানান, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমের লোকেরা তাদের উপর হামলা চালিয়েছে।
(ঢাকাটাইমস/১১মার্চ/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন